আতাউর,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ করে আসতেছে ৬নং গোয়ালডিহি স্বেচ্ছাসেবী নামে এক সংগঠন। সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা করে আসতেছে। এছাড়াও করোনাকালীন অসহায় রোগীদের স্ব-ইচ্ছায় রক্তদান করে বিশেষ ভূমিকা পালন করে সংগঠনের সদস্যরা।তারই ধারাবাহিকতায় আজ শনিবার ১৬ মার্চ ২০২৪ইং বিকাল ৩ ঘটিকায় অগ্নি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
গোয়ালডিহি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবির রাজুর নির্দেশনায় ও সাধারণ সম্পাদক শাহীন রাহমানের পরিচালনায় । এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগন ও সহ-সভাপতি বিকাশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক কামরুজ্জামান, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাজিবুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্য জীবন চন্দ্র রায়, দিপক চন্দ্র রায়, রবিউল আউয়াল সহ আরও অনেকে।
Leave a Reply