নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
১৫ই মার্চ পটুয়াখালী জেলা কন্যা সন্তানের দ্বায় এড়াতে স্ত্রীর কোল থেকে নবজাতক চুরি করে পাচার করার অভিযোগে উঠেছে স্বামী ও হাসপাতালের আয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।নবজাতক কন্যা শিশুটি উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। ১০ দিন পর নিজ সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত মা।৪ কন্যা সন্তানের জননী এই মা জানিয়েছেন, পরপর ৪ কন্যা সন্তান জন্ম নেয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন তার স্বামী। তিনি তার স্বামীর শাস্তি দাবি করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানিয়েছেন, জেলার দশমিনা ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হানিফ মৃধা গত ৩ মার্চ সকালে তার প্রসুতি স্ত্রীকে জেলা শহরের এ্যাপোলো হাসপাতালে ভর্তি করান। ঐ দিন বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হলে হাসপাতালের আয়া লাইজু বেগমের মাধ্যমে শিশুটিকে চুরি করিয়ে বিক্রির জন্য পাচার করেন। সদর থানা পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযানে বৃহস্পতিবার ভোররাতে পটুয়াখালী সেতুর উপর থেকে শিশুটিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত শিশুটির পিতা ও হাসপাতালের আয়া লাইজু বেগমকে গ্রেপ্তার করে। রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কাছে শিশুটি হস্তান্তর করা হয়।
Leave a Reply