মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। পেশায় তারা দিনমজুর হলেও দিনমজুরের আড়ালে তারা মাদকের ব্যবসা করে আসত। তারা নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও এদের উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিজানিক দল রাজাশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ শহীদ ফিরোজ চত্ত¡র সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালের সামনে রাজশাহী থেকে চাঁপাইনাববগঞ্জগামী মহাসড়কের উপর কুমিল্লা হতে শিবগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
১৪ মার্চ ২০২৪ ইং তারিখ সকাল ০৯:১০ ঘটিকায় রাজাশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড়স্থ শহীদ ফিরোজ চত্ত¡র সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালের সামনে রাজশাহী থেকে চাঁপাইনাববগঞ্জগামী মহাসড়কের উপর একটি যাত্রীবাহী গাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় ১। মোঃ রিপন আলী (৩০), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-নিলুফা বেগম, ২। মোঃ রুবেল আলী (৩২), পিতা-মঈন উদ্দিন, মাতা-মিলিয়ারা বেগম, ৩। মোঃ জাকির (৪২), পিতা-মোঃ রবিউল আলম, মাতা-মোছাঃ বিলকিছ বেগম, সর্ব সাং-সাতরশিয়া, পোস্ট মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply