নিজস্ব প্রতিবেদনঃ
সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে বিদ্যমান গ্রুপ বীমা সুবিধার আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা মোঃ আকরাম হোসেন মজুমদার-এর মৃত্যু দাবি বাবদ ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এম. মনিরুল আলম এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোরশেদ যৌথভাবে চেকটি মরহুমের সহধর্মীনির নিকট হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের দাবি বিভাগের প্রধান আনিসুর রহমান সুমন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কে. এম. আওলাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার ড. রফিকুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান রফিক আহমেদ, ক্ষুদ্র ঋণ ব্যবসা বিভাগের প্রধান মোঃ মাসুদ রানা প্রমুখ।
Leave a Reply