বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর ৪ সমর্থক আহত হয়েছে। রবিবার (১০ মার্চ) রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগরা সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে নজরুল ইসলাম (৬০), মরহুম মোহাম্মদ আলীর ছেলে আমির হোসেন,নজরুল ইসলামের ছেলে রাজু মিয়া (২২)। জানা গেছে, গত ৯ মার্চ হাতিবান্ধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতিক নিয়ে সুরুজ্জামান বিজয়ী হন। পরাজিত হন আবুল কালাম আজাদ, ও আল আমিন। নির্বাচনের পর দিন রাতে বিজয়ী প্রার্থীর সমর্থকরা পিকনিকের আয়োজন করে। সাউন্ড সিস্টেম বাজিয়ে আনন্দ উৎসব করার সময় পরাজিত প্রার্থী আবুল কালামের সমর্থকরা বিজয়ী প্রার্থী সুরুজ্জামানের সমর্থকদের উপর আকর্ষিকভাবে আক্রমণ চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে বিজয়ী প্রার্থীর ঐ চার সমর্থক আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হায়দার বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply