আলফাজ মামুন নুরি,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে আজ শনিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।সরজমিনে দুপুর বারোটা পর্যন্ত দুই ওয়ার্ডের তিন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। এখন পর্যন্ত কোথাও কোনো ধরণের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি।এই পরিবেশে যাতে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ এবং পরবর্তী ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানিয়েছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও উপ-নির্বাচনের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত স্ট্রাইকিং ফোর্সের প্রধান জামাল উদ্দিন চৌধুরী।চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন জানান- নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।ভোট শুরুর চার ঘন্টার মধ্যেই প্রায় ৪৫ শতাংশ নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তন্মধ্যে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি।
উপজেলা নির্বাচন অফিস জানায়- উপকূলীয় বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড এর উপ-নির্বাচনে মোট তিন কেন্দ্রে যথাক্রমে বদরখালী ইউনিয়নের বদরখালী এম এস ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৫৩১ ভোট এবং কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪৩ ও হামিদুল্লাহ সিকদার পাড়া ফোরকানীয়া মাদ্রাসা কেন্দ্রে ৯৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উপ-নির্বাচনে তিনটি ভোটকেন্দ্রে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।###
Leave a Reply