এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ০৮ মার্চ শুক্রবার দিবসটি উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা পুলিশ, বগুড়ার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষ্যে র্যালিতে প্রায় শতাধিক নারী ও পুরুষ, পুলিশ সদস্যবৃন্দ, এনজিও ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে পুলিশ লাইন্স স্কুল থেকে র্যালি শুরু করে পুলিশ লাইন্স ০১নং ও ০২নং গেট দিয়ে প্রদিক্ষণ শেষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (অ্যডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন- নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি বলেন, এ দেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি ভাবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে।এ ছাড়াও আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সর্বস্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় নারীদের কর্মক্ষেত্রে সুযোগ ও সার্বিক বিষয় নিয়ে কথা বলেন জনাব মোহাম্মদ কাউছার সিকদার, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বগুড়া, মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া, জনাব শাহাদৎ আলম ঝুনু, অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া, জনাব সারাবান তহুরা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, বগুড়া, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও নারীর নেতৃত্বে বিকাশ ও নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় কাহালু থানার এসআই রোজিনা খাতুন ও এএসআই মোছাঃ মোর্শেদা খাতুন বক্তব্য দেন।উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ, বগুড়া জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী পুলিশ সদস্যবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply