এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের মহিপুর গ্রামের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী গতকাল রাত ১০ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।অদ্য ৭ মার্চ (বৃহস্পতিবার) এই ঐতিহাসিক দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নেওয়া বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী’কে পুষ্পস্তবক ও গার্ড অফ অনার এর মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয়।জাতির এই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর মৃত্যুতে শোকাভিভূত পুষ্পস্তবক ও গার্ড অফ অনার প্রদর্শন করেন ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুর ইসলাম।এই সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, সেকেন্ড অফিসার মোঃ সুমন মিয়া সহ সঙ্গীয় প্রশাসনিক অন্যান্য সদস্য বৃন্দ।জাতির এই সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর জানাজা আজ ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়ে, পারিবারিক কবরস্হানে সমাহিত সম্পন্ন হয়।
উক্ত জানাজায় অংশ গ্রহণ করেন ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধা কমান্ড্যান্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিবেশী আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী।
Leave a Reply