জহুরুল ইসলাম(জীবন)ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম প্রধান এর জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে।৬ মার্চ বুধুবার সকাল ১০.৩০মিনিটে টেংরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। এতে অংশগ্রহণ করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর, সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম পুষ্প, সাবেক মেয়ার আলমগীর সরকার, ভাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান সরকার, হরিপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি জসীমউদ্দীন ইতিসহ,ও হরিপুর প্রেসক্লাবের সদস্য জহুরুল ইসলাম (জীবন) আত্মীয়স্বজন, রাজনৈতিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ স্থানীয় সকল শ্রেণী পেশার মুসল্লিবৃন্দ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাবার কবরের পাশে শায়িত করা হয় তাকে। মরহুমের ভাতিজা মাওলানা মিজানুর রহমান প্রধান জানাজার নামাজ পড়ান।উল্লেখ, গত ৫মার্চ মঙ্গলবার দুপুর অনুমান ৩টার সময় বাড়ির পাশে মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হলে, ঘটানার স্থলে মৃত্যু হয়।
Leave a Reply