কামাল মাহামুদ,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ-উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। পরে মেলাপ্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও বক্তব্য দেন কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।
Leave a Reply