আলফাজ মামুন নুরি,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের, চকরিয়া, বাটাখালী ব্রীজের দক্ষিণে টানা জাল ফেলে মাছ ধরার সময় কাশেম নামের এক জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে।রাত ১০ টা ২০ মিনিট পর্যন্ত লাশের কোন সন্ধান মিলে নি। ফলে লাইট জালিয়ে অর্ধশতাধিক লোক সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া পৌর সভার ২ নং ওয়ার্ডের জাইল্যা পাড়ার ১০ জনের একটি দল অন্যান্য দিনের মতো বাটাখালী ব্রীজের দক্ষিণে ৪ মার্চ বিকাল ৪ টায় টানা জাল ফেলে মাছ ধরছিল।
এ সময় তাদের জালের একটি অংশ আটকে যায়। আটকে যাওয়া জাল ছুঁড়িয়ে আনার জন্য কাশেম ঐ স্থানে গিয়ে ডুব দেয়। দীর্ঘক্ষণ কাশেম উঠে না আসায় তাদের সন্দেহ হলে সবাই যার যার মতো চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলাকায় খবর দেয়। তখন থেকে সেখানে বিভিন্ন জাল ফেলে তাকে উদ্বারের চেষ্টা অব্যাহত রেখেছে।আত্বীয় স্বজনদের কান্নায সেখানে চলছে আহাজারি।
Leave a Reply