আসিফ,পঞ্চগড় উপজেলা সংবাদদাতাঃ
যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ।রবিবার (০৩ মার্চ) সকালে ১৪টি জেলার ১৪টি উপজেলায় দুই মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ একযোগে ভার্চুয়ালি শুভ উদ্বোধন হয়।এম এ আখের, পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক, (অঃ দাঃ) টেকাব ২য় পর্যায় প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা এর সভাপতিত্বে উক্ত ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১), যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা।উক্ত ভার্চুয়ালি শুভ উদ্বোধন এর অংশ হিসেবে বোদা উপজেলা পরিষদ হলরুমে মোঃ শাহারিয়া নজির, উপজেলা নির্বাহী অফিসার, বোদা, পঞ্চগড় এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক আলম টবি, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বোদা উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মকলেছার রহমান জিল্লু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ।আলোচনা সভার বক্তব্যে মোঃ মকছেদুল কবির, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, পঞ্চগড় বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তরও সামিল। যুব উন্নয়ন অধিদপ্তর এই “টেকাব” প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করছে। আমাদের জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে বেকার যুবক ও যুব মহিলারা গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে কিন্তু প্রত্যন্ত এলাকা অর্থাৎ উপজেলা পর্যায়ে কোন প্রশিক্ষণ কেন্দ্র নাই। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলারা দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে পারবে।এ সময় উপস্থিত ছিলেন, মো লুৎফর রহমান বোদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও অন্যান্য অফিসার বৃন্দ।এ ছাড়াও এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে বোদা উপজেলার ১৮-৩৫ বছর বয়সী বেকার যুব ও যুব মহিলাদের দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Leave a Reply