নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
২ মার্চ পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়ে শনিবার বিকাল ৬টা পর্যন্ত ঐতিহ্যবাহী হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি দীপালী রানী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের সহাকারি শিক্ষক বাংলা মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রেজাউল করিম, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট উৎপল ইন্দু দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কাওসার তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হালিম হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু কাসেম, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল প্যাদা, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন বলেন, খেলাধুলায় শারীরিক ও মানসিক উন্নতি ঘটে। প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একঘেয়েমী ভাব দুর হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহী করে তোলে। আজকের এই শিক্ষার্থীরাই এক সময় দেশের বিভিন্ন উচ্চ পদস্থ পদ অলংকৃত করে আমাদের গর্বিত করে তোলবে। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply