এস চাঙমা সত্যজিৎ,স্টাফ রিপোর্টারঃ
আজ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “সঠিক তথ্যে ভোটার হবো, “স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।আজ শনিবার ০২মার্চ ২০২৪ সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয়ের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসটি পালনের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ। পরে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমের সভাপতিত্বে নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পরেই ২১ জন সেবা প্রার্থীর ভোটার নিবন্ধন এবং ১৬ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বা কার্ড বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজল ইসলাম, খাগড়াছড়ি নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নিলুফার ইয়ামিন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে “গণতন্ত্র,নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের পহেলা মার্চকে নির্ধারণ করে নেয় বাংলাদেশ সরকার। পরে দিবসটি পালনের লক্ষ্যে পরের বছর তারিখ পরিবর্তন করে ২রা মার্চকে “জাতীয় ভোটার দিবস” হিসেবে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী আজ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও ৬ষষ্ঠ জাতীয় ভোটার দিবস উযাপন করা হয়েছে।
Leave a Reply