এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনের আয়োজনে ২৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বাসস্ট্যান্ড বিকেল বাজার রোড এলাকায় ড্রিল মহড়া অনুষ্ঠিত হয়েছে।ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন এর নেতৃত্বে মহড়ায় আরও অংশ নেন ফায়ার ফাইটার নূরুল ইসলাম, রহমত উল্লাহ, নয়ন মিয়া, সবুজ আলী ও ড্রাইভার আরিফুজ্জামান। এখানে অগ্নি নির্বাপনী মহড়া, ফায়ার এক্সটিংঘুইসার চালানোর পদ্ধতি, আগুন লাগলে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। শেরপুর ফায়ার স্টেশনের নিয়ন্ত্রনাধীন এলাকার জন্য ০১৯০১০২২৪০৫ নাম্বারে কল করার জন্য বলা হয়। মহড়ায় উত্তরা প্লাজা, রয়েল প্লাজা, রাবেয়া প্লাজা, ডক্টরস কমপ্লেক্স, মুন ইরাফি গার্ডেন সিটি, সৈয়দা কমপ্লেক্স , মহামায়া কমপ্লেক্স, জাহানারা কমপ্লেক্স এর ব্যবসায়ী সহ আশেপাশের জনসাধারন অংশগ্রহন করেন। আলোচক বৃন্দ বলেন, কয়েকটি মার্কেট পাশাপাশি নির্মান হওয়ায় এখানে আগুন লাগার সম্ভাবনা বেশি এবং আগুন নিভানো খুব কঠিন কারন আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই ।
রয়েল প্লাজা মার্কেট মালিক শহিদুল ইসলাম বলেন, আমাদের মার্কেট এলাকায় তেমন কোন পানির ব্যবস্থা নেই, তাই আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকি। জরুরী ভিত্তিতে পানির ব্যবস্থার স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।
Leave a Reply