এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬৫ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় বাসস্ট্যান্ড (সাবেক কড়িতলা) এলাকায় এই উপশাখার শুভ উদ্বোধন করা হয়।ন্যাশনাল ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ অফিসার সানজিদা খানমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের প্রধান মো. রাজুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦
জানে আলম খোকা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, সিস্টেম এ্যান্ড অপারেশন ডিভিশন প্রদীপ কুমার সরকার, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. সেলিম রেজা প্রমূখ। এ সময় পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক হোসাইন মো. তারেক মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও শুভনুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply