নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে রিক্সা, ভ্যানের ব্যাটারি চুরির ঘটনায় বিচার না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রিক্সা, ভ্যান শ্রমিকেরা। গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ শেষে আগামী রোববার পর্যন্ত অবরোধের ডাক দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।উপজেলার চরাঞ্চলে পাকা রাস্তা নির্মাণ ও সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ পৌঁছার পর প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত অটো রিক্সা, ভ্যানের প্রচলন হয়েছে। এর সাথে বেড়েছে ব্যাটারি চুরির ঘটনা। গত কিছুদিন চরাঞ্চলের নাটুয়ারপাড়া, চরগিরিশ, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দোকান, বাড়ি, মসজিদ থেকে সোলার সিস্টেমের এবং রিক্সা, ভ্যান ব্যাটারি চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।গত ১৪ ফেব্রুয়ারি রাতে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবের গ্ৰামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তার ভ্যান গাড়ির ব্যাটারি চুরি যায়, পরের দিন ভেটুয়া নৌকা ঘাঁটে দুজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে করে স্থানীয়রা এগিয়ে গেলে একটি মোটরসাইকেল ও দুটি ব্যাটারি রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উত্তর রেহাইশুড়িবের গ্ৰামের সোহানের মোটরসাইকেল সনাক্ত করে, পরবর্তীতে পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় মামলা না হলেও রিক্সা শ্রমিকেরা সোহানের বিরুদ্ধে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানের বরাবরে লিখিত অভিযোগ দেয়,কয়েকবার তারিখ পরিবর্তন করে গত ২৯ ফেব্রুয়ারি দিন আফজাল মেমোরিয়াল কিন্ডারগার্টেনে বিচারের স্থান নির্ধারণ করেন। বিচারে সোহানের পক্ষে স্বদলবলে উপস্থিত হন তার নিকট আত্মীয় নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, তিনি এলাকায় প্রভাবশালী হিসেবে বিবেচিত। বিচারের দায়িত্বে থাকা নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন দু’পক্ষের অধিক উপস্থিতি বিবেচনা করে বিচার স্থগিত করেন। এ সময় আঃ রহিম অপরাধীসহ মিছিল নিয়ে চলে যান।বিচার না পেয়ে কয়েক শত রিক্সা চালক একত্রিত হয়ে নাটুয়ারপাড়ার প্রধান সড়কে মিছিলে বিক্ষোভ প্রদর্শন করে, এ ঘটনা ফেসবুকে আপলোড করা হয়। বিক্ষোভকারীরা রহিমের অপকর্ম উল্লেখ করে বিভিন্ন শ্লোগান দেয়, ব্যাটারি চুরির সিন্ডিকেটের সদস্য উল্লেখ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে আঃ রহিমকে দ্রুত পদত্যাগ দাবি করেন, এর সাথে ব্যাটারি চুরির বিচারের দাবিতে আগামী রোববার পর্যন্ত রিক্সা ভ্যান বন্ধ রাখার ঘোষণা দেয় শ্রমিকেরা, নিশ্চিত করেছেন নাটুয়ারপাড়া সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ তোজাম।
এ বিষয়ে নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম জানান সামাজিকভাবে হেয় করতে রাজনৈতিক প্রতিপক্ষের কারসাজি। নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে কল কেটে দেন। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, টহল বাড়ানো হয়েছে, চুরির ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply