নুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
২৯ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলায় গলাচিপা স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এ ছাড়া চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, মোঃ নাসির উদ্দিন হাওলাদার চেয়ার ম্যান ২নং গোলখালী ইউপি, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সভায় উপস্থিত ছিলেন।সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
Leave a Reply