বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের মাঝখানের রাস্তাগুলো সংস্কার সম্প্রসারনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভ্রমনবিলাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, দীর্ঘ প্রায় একযোগ পুর্বে রাস্তাগুলো নির্মান করা হয়। এরপর রাস্তাগুলো আর সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাগুলো খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।রাস্তাগুলো সংস্কারের অভাবে ভ্রমন পিপাষুদের দুর্ভোগ পোহানুর পাশাপাশি সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের। সামান্য ঝড় বৃষ্টি হলেই বিনোদন কেন্দ্রের নিচের রাস্তায় হাটু পানি জমে থাকে। কাঁদা পানিতে একাকার হয়ে যায়। এসময় পর্যটক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিনোদন কেন্দ্রের ব্যবসায়ি মোঃ ফজল হক, হামিদুর রহমান,সরাফত আলীসহ অন্যান্য ব্যবসায়ীরা অবকাশ বিনোদন কেন্দ্রের রাস্তাগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন। পর্যটন কেন্দের ঠিকাদার ফরিদ আহমেদ বলেন রাস্তাগুলো সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে গজনী পর্যটন কেন্দ্রের।
তাই তিনি জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কারের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পর্যটন সিজনের শেষের দিকে রাস্তার কাজগুলো সংস্কার করা হবে।
Leave a Reply