বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক,চালক ও শ্রমিকদের সাথে সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্স ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মো আরাফাতুল ইসলাম।তিনি তাঁর বক্তব্যে,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ,পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা,গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।এছাড়াও তিনি,লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদলের সভাপতিত্বে ও এস আই রাজিব সাহার সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাজু আহমেদ,শহিদুল ইসলাম রজব,সেলিম আহমেদ,ফকির সাইফুল ইসলাম ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দূরপাল্লা গাড়ি মালিক মোঃ ফারুক আহমেদ,উপজেলা ট্রাক শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফকির আব্দুল্লাহ আল মামুন,সাবেক চেয়াম্যান ও ট্রাক মালিক আইয়ুব আলী ফর্সা প্রমুখ। এ মতবিনিময় সভায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিবহন মালিক,চালক ও শ্রমিকগণসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply