এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালনগর ইউ,এ,কে উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, শিক্ষাবৃত্তির অর্থ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেসার্স রহমান ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।
ইউ,এ কে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডা,আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সরকার,সাবেক প্রধান শিক্ষক জিল হোসেন শেখ, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহযোগী অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষক কে,এম ইকবাল কায়েস, নুরুল হক বি,এস,সি, নাজমুল ইসলাম নুহ, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, শ্যামলী খাতুন, রাজিব আহমেদ, প্রকৌশলী এম,এ,আর সনেট, হানিফুজ্জামান, হাবিবুর রহমান, আল রকি, লেলিন, শিহাব, হৃদয়, রবিউল রাসেদ, আবিহা, নাবিলা, নাইম, জুয়েল, তানজিল, সজীব,আঃ কাইয়ুম,মিশন প্রমুখ।উল্লেখ্য, ৩৫০ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও ৩৬টি প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
Leave a Reply