এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে (১৯) কলেজ ছাত্রীর অনশন। উপজেলার কিচক ইউনিয়নের সাদুরিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ থেকে ওই প্রেমিকা ( কলেজ ছাত্রী) প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান নেয়। প্রেমিক বিপ্লব ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।কলেজ ছাত্রী(প্রেমিকা)জানান,প্রেমিক বিপ্লবের সাথে ওই তার মুঠোফোনে পরিচয় হয়।ধিরে ধিরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও তারা ইমু অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখে। ওই ছাত্রী আরো জানান, বিপ্লব তাকে মুঠোফোনে কথা বলে, বিভিন্ন জায়গা নিয়ে যায় এবং তাকে বিয়ের প্রলোভন দিয়ে মিলামেশা করে। বিষয়টি প্রেমিকের পরিবারের লোকজন জানতে পেরে ওই প্রেমিককে পারিবারিক ভাবে শাসন করে। কিন্তু প্রেমিক পরিবারের চাপে প্রেমিকাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে আসতে বলে। ওই ছাত্রী প্রেমিকের কথামত তার বাড়িতে চলে আসে। কিন্তু প্রেমিকের মা বিলকিস বেগম প্রেমিকাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় ও দরজায় তালা ঝুলিয়ে দেয়। ওই প্রেমিকা বাড়ির বাহিরে অবস্থান নেয়। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রেমিকা জানান, বিপ্লব তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে।
প্রেমিকের মা বিলকিস বেগম ওই তরুণীকে মারপিটের বিষয়টি এরিয়ে যায়। তিনি বলেন, মেয়ের পরিবারের লোকজন আসলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply