উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের এসপি মেহেদী হাসান গৌরবজ্জ্বল কৃতিত্বের জন্য কনস্টেবল শাকিল বিশ্বাসকে শুভেচ্ছা। ২য় আন্তর্জাতিক রিংবল চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ রানারআপ। গত ১০ ও ১১ ফেব্রুয়ারি/২০২৪ ভারতের দিল্লির হরিয়ানা শহরে হয়ে গেল দ্বিতীয় আন্তর্জাতিক রিংবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই খেলায় ফাইনালে যে দুটি দেশ মুখোমুখি হন তারা হলেন বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ জাতীয় রিংদলের হয়ে খেলার সুযোগ পান নড়াইল জেলা পুলিশের কনস্টেবল/৫৪৪ মোঃ শাকিল বিশ্বাস। এই খেলায় বাংলাদেশ দল রানারআপ হয়। কনস্টেবল মোঃ শাকিল বিশ্বাস টুর্নামেন্টের এমাজিং প্লেয়ার নির্বাচিত হন। (২০ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে
নড়াইলের পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এই গৌরবজ্জ্বল কৃতিত্বের জন্য কনস্টেবল মোঃ শাকিল বিশ্বাসকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Leave a Reply