শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের জামালপুর মৌজা ও হরিনমারী মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী অফিসের হাটের ২ একর ৩ শতাংশ জমিসহ আশপাশের খাস জমি গুলো উদ্ধার কার্যক্রমের শুরু করেছে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস । ১৯ ফেব্রুয়ারী সোমবার ঐতিহ্যবাহী অফিসের হাটের জমি উদ্ধারের অংশ হিসাবে হাটের জমি ও আশপাশের খাস জমি পরিমাপ করে সীমানা খুঁটি স্থাপন করেছে। সীমানা খুঁটি স্থাপনের এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার সনি আসলাম, পলাশবাড়ী সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মমিনুল হক, সাংবাদিক আসলাম আলী, শাহারুল ইসলাম, ইউপি সদস্য সামিউল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারিরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,পলাশবাড়ীর ঐতিহ্যবাহি অফিসের হাটের ও খাস জমি গুলোসহ প্রায় ২ একর জমি অবৈধ দখলদারদের দখল হতে উদ্ধারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশ উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের কর্মকর্তারা উক্ত জমি উদ্ধার প্রক্রিয়া শুরু করে। চলমান প্রক্রিয়ায় উক্ত জমি গুলো পরিমাপ করে সীমানা খুঁটি স্থাপন করা হলো।
Leave a Reply