কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ীতে আঞ্চলিক মহিলা কলেজের অধ্যক্ষ কর্তৃক অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে তদন্ত কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আরা।এ ব্যাপারে তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি আঞ্চলিক মহিলা কলেজের গাছ কাটা এবং বিক্রি সংক্রান্ত বিষয়ে তদন্তর নির্দেশ পাই। নির্দেশ মোতাবেক আগামী ২০ ফেব্রুয়ারি সরেজমিনে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন নির্বাহী কর্মকর্তা সমীপে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য যে, কাজিপুর উপজেলার উদগাড়ী গ্ৰামে ১৯৯৯ সালে স্থাপিত হয় আঞ্চলিক মহিলা কলেজ। প্রতিষ্ঠা কালে লাগানো অর্ধশতাধিক ইউক্যালিপটাস, আকাশমণি, শিলকড়ই,বটগাছ পাঁচ লাখ টাকার অধিক মূল্যের গাছ দেড় লাখ টাকায় অবৈধ ভাবে বিক্রির করার কথা জানান স্থানীয় বাসিন্দারা। এতে করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন মনে করেন এলাকাবাসী। পরিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কর্তন করতে হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত ক্রয় বিক্রয় কমিটির নিকট গাছ বিক্রির উপযুক্ত কারণ উল্লেখ করে আবেদন করার বিধান রয়েছে, পরবর্তীতে কমিটির সদস্য উপজেলা বন বিভাগ গাছ সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন সাপেক্ষে মূল্য নির্ধারণ করবে, উপজেলা কমিটির অনুমোদন সাপেক্ষে পত্রিকায় বিজ্ঞাপন বা মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে অবগত করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে।
Leave a Reply