নিজস্ব প্রতিনিধিঃ
আগামীকাল ১০ ফেব্রুয়ারি আমার কাকা নাজমুল হক নাদু এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।২০২২ সালের ১০ ফেব্রুয়ারি হার্ট এ্যাটাক করে টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৮ তারিখ রাতে হার্ট এ্যাটাক করেন, ৯ তারিখ সকালে হসপিটালে ভর্তি করাই, ১০ তারিখ সকালে চিরবিদায় নেন বলে জানান তাঁর ভাতিজা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত গার্ডিয়ান এবং বন্ধু বলতে তাকেই বুঝতাম।লক্ষ-কোটি স্মৃতি প্রতিনিয়ত পীঁড়া দেয়। তাঁকে নিয়ে লিখতে গেলে রাত ফুরিয়ে যাবে, লেখা শেষ হবে না!বাবাকে হারিয়ে এতিম হয়ে যাই আর কাকাকে হারিয়ে হয়ে যাই নিঃস্ব!সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাল্লাহ তালা তাঁকে সহ তাঁর ভাইদের কে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ছাএ জীবনে তিনি ছাএলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।কর্মজীবনে আরচেসের শাখা ব্যবস্হাপক ছিলেন।আজ শুক্রবার শিমুল দাইড় সরকার পাড়া জামে মসজিদ এবং শিমুল দাইড় বাজার জামে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।পরিবারের যারা মৃত্যু বরণ করেছেন তাঁদের সবার জন্য দোয়া চেয়েছেন ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
Leave a Reply