এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কালাই হাটা গ্রামে এসিড নিক্ষেপে বসতবাড়ীতে আগুন জ্বালিয়ে দিয়েছে দৃবৃত্তরা।গত রবিবার রাত পৌনে ১১ টার সময় কালাই হাটা দক্ষিন পাড়ার মৃত জিল্লুর রহমানের বড় ছেলে নান্নু মন্ডলকে তার বাড়ির সামনে এসিড মেরে পুড়িয়ে ফেলার হত্যা চেষ্টা করেছে একদল দুবৃত্তরা। এ সময় নান্নু মন্ডলের সাথে ধস্তাধস্তির ঘটনা ও ঘটে পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত নান্নু মন্ডল কে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসা র জন্য পাঠিয়ে দেয়।
পরে রাত ১ টার দিকে নান্নু মন্ডলের ছোট ভাই এরশাদ মন্ডলের বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘরে আগুন লাগা টের পেয়ে বাড়িতে থাকা লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে আহত নান্নু মন্ডল বলেন, জমি জমা সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। তবে আসামীদ্বয়কে তিনি চিনতে পেরেছেন।এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
Leave a Reply