নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বরইতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ১৫ হাত লম্বা ৯ হাত প্রস্তের টিনের ঘর রাতের অন্ধকারে ভেঙে ক্লাব ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গিয়াছে। গত ০৫ জানুয়ারি রাত আনুমানিক নয় ঘটিকার সময় স্থানীয় কতিপয় ব্যাক্তি রাতের অন্ধকারে ভেঙে নিয়ে পাশের স্মৃতিশৌধ সংলগ্ন সরকারি জায়গায় ক্লাব ঘর হিসাবে ব্যাবহারের নিমিত্তে ঘরটি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নির্মান করেছেন বলে স্থানীয় মাধ্যমে জানা যায়। এবিষয়ে প্রধান শিক্ষক আয়েশা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই সময় বিদ্যালয় বন্ধ থাকায় পরের দিন বিষয়টি জানতে পারি এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে ফোনে অবহিত করি।
উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাটি প্রধান শিক্ষক মারফত মৌখিক ভাবে জানাতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারাও জানান বিষয়টি প্রধান শিক্ষকের কাছ থেকে মৌখিক ভাবে জানতে পেরেছেন বলে জানান।
Leave a Reply