টি এম কামালঃ
সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ ও ৩০ জানুয়ারি চৌহালী থানাধীন কোদালিয়া ও নাগরপুর থানাধীন গয়াহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ (তিনটি) চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় জড়িত মোঃ আসাদুল্লাহ (২৮) পিতা মোঃ মিজানুর রহমান ওরফে ফজল মাস্টার গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া, মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৮) পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দীন গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া, মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫ ) পিতাঃ মোহাম্মদ হোসেন আলী গ্রাম কোদালিয়া সর্ব থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ,আলামিন (২৭) পিতা মৃত ওয়াজেদ ফকির গ্রাম স্বল্প আকুটিয়া থানা নাগরপুর জেলা টাঙ্গাইল দেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম চৌহালী থানাধীন কোদালিয়া বাজারে ভাংড়ির ব্যবসা করে এই ভাংড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কারবার করিয়া আসিতেছিল। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর প্রকৃত মালিক সন্ধান অব্যাহত আছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply