নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ,কে ইফাজ উদ্দিনের ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুরআন খানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৩০ (জানুয়ারি) সকাল এগারোটায় কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রহমাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰী কলেজের গভর্নিং বডির সভাপতি ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল নোমান জাকির। তিনি সভায় মহান শিক্ষানুরাগীর জীবন থেকে শিক্ষা গ্রহনের আহবান জানান। আদর্শ চরিত্র গঠনের ইফাজ উদ্দিন সকলের অনুকরনীয় হতে পারে বলে তিনি মনে করেন।
এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন শুভগাছা ইউপি চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সদস্য গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল মোমিন বাবু সহকারী অধ্যাপক ভূগোল বিভাগ ও সম্পাদক শিক্ষক পরিষদ। সঞ্চালনায় মোঃ গোলাম মোস্তফা প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি এস এম ছাইদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান রাসেল, মোছাঃ এলিজা খাতুন সহ সকল শিক্ষক মন্ডলী।আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে। রফাতুল্লাহ ইফাজ উদ্দিনের বর্নাঢ্য জীবনীর উপর বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply