এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাট হতে ময়মনসিংহগামী একটি ট্রাকে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত ১ টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার লস্করপুর গ্রামস্থ বগুড়া-রংপুর মহাসড়কের পাশে জনৈক সাত্তার এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবু শহিদ (৪৫), পিতা- মৃত মসলেম উদ্দীন, সাং- জমগ্রাম, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, রেজাউল ইসলাম (৩২), পিতা- মৃত হাফিজার রহজমান, সাং- নবীনগর, থানা-পাটগ্রাম, জেলা- লালমনিরহাট’কে বিশেষ কায়দায় রক্ষিত ২৪২ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ২ টি মোবাইল এবং ২টি সীমসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply