এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে রুবেল হোসেন (৩০) নামের এক চালককে মারধরে আহত করে ফেলে রেখে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার (২৮ই জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার কোদবাবুর এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা আহত রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসাপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। উক্ত অটোরিকশা চালক রুবেল হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানায়, চালক রুবেল হোসেন ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শনিবার সন্ধ্যার পর তার মহাজনকে অটোরিক্সার ভাড়ার টাকা দিয়ে অটোরিক্সাসহ রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৮টায় সে মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর নামক স্থানে পৌঁছিলে ৪/৫জন দুবৃর্ত্ত তার অটোরিকশার গতিরোধ করে মারধরে মারত্মক আহত করে সেখানে ফেলে রেখে অটোরিকশা টি নিয়ে পালিয়ে যায়।
তাকে আহত অবস্তায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে যান। আহত রুবেল হোসেনের স্ত্রী জেসমিন আরা বিষয়টি নিশ্চিত করে জানায়, তার স্বামীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় মামলা করা হয়নি। আদমদীঘি থানার এসআই তারেক হোসেন জানান, এ ঘটনায় কেউ এখনও থানায় আসেনি।
Leave a Reply