নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী গ্ৰামের মৃত নুরুল ইসলাম তালুকদারের ছেলে আব্দুল কুদ্দুস তালুকদার (৬২) এর পৈত্রিক জমিতে লাগানো ২০টি ইউক্যালিপটাস গাছ জোরপূর্বক কর্তন করেছে প্রতিপক্ষ।কাজিপুর থানায় অভিযোগ সূত্রে গেছে, বাদীর বড় ভাইয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ার খবর পেয়ে সপরিবারে রংপুর চলে গেলে, এই সুযোগে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে মৃত্যু আব্দুস সোবাহান তালুকদারের ছেলে আব্দুর রউফ তালুকদার (৫৬) মৃত আব্দুর রহমানের ছেলে সামিউল বাসার (২৭) রবিউল আউয়াল রবি (৩০) মৃত আব্দুর রহমানের স্ত্রী আমিনা খাতুন (৫০) এবং রবিউল আউয়ালের স্ত্রী শাপলা খাতুন (২৫) সহ শ্রমিকের মাধ্যমে উল্লেখিত গাছগুলো কেটে গোপন করে ফেলে। খবর পেয়ে বাদীর চাচাতো ভাই মজনু মিয়া বাধা দিলে তাকে মেরে ফেলার হুমকি দিলে সে ঘটনার স্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।বাদী আব্দুল কুদ্দুস জানান, আমার ভাবি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন গত শুক্রবার। শনিবার বাড়িতে এসে থানায় অভিযোগ দায়ের করেছি। আইনের প্রতি শ্রদ্ধাবোধ আছে আমার, আশাকরি ন্যায় বিচার পাবো।
এ ব্যাপারে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিবাদীদের সাথে ফোনে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে গাছ কাটার প্রত্যক্ষদর্শীরা সত্যতার স্বীকারোক্তি দেন।
Leave a Reply