সাইফুল ইসলাম সানি,ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার ইলিশায় ১৯০ পিচ ইয়াবা-সহ মোঃ ইসমাঈল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকাল ৪:৩০ মিনিটের সময় সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা-লক্ষীপুর গামী লঞ্চ ঘাটের উপর তাকে আটক করা হয়।ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, (শুক্রবার) বিকাল ৪:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবীন্দ্রনাথ সিংহ, এএসআই মাইনুল-সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চ ঘাটের উপর অভিযান পরিচালনা করি।এ সময় সন্দেহজনক ভাবে মোঃ ইসমাঈলকে(৩৫) তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। পরে ইয়াবা-সহ মাদক ব্যবসায়ী ইসমাইলকে আটক করে নিয়ে আসি।
ইসমাঈল(৩৫) ভোলা সদর উপজেলার চরসমাইয়া ১নং ওয়ার্ড এর মৃত: আশ্রাফ আলীর ছেলে তিনি ওই এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি বলেন, ভোলাকে মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ইতি-মধ্যে আমরা বড় বড় মাদকের চালান আটক করেছি এবং আরো অভিযান চালিয়ে বড় বড় মাদক কারবারিদের আটক করার চেষ্টায় আছি।
Leave a Reply