সাব্বির,মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত ২৫ জানুয়ারী(বৃহস্পতিবার) বিকালে উপজেলার জেনারেল হাসপাতাল, মির্জাপুর চক্ষু হাসপাতাল ও সিয়াম ডিজিটাল ক্লিনিক এ লাইসেন্স বিহীন অবৈধ ও নোংরা পরিবেশে বিধি বহির্ভূতভাবে পরিচালন করায় ক্লিনিক ও হাসপাতালে মোট বিশ হাজার টাকা জরিমানা এবং উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া এলাকা থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় কবির হোসেন নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫ এর ১৫(১) অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply