সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস) ১৯৯৮ সাল থেকে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছা সেবী সংস্থা হিসেবে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। অত্র সংস্থাটি জেলা সমাজ সেবা অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরো হতে নিবন্ধনকৃত । উক্ত সংস্থাটি প্রায় ২৫ বছর যাবৎ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। যেমন : শ্রবনদৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচি যুব- যুবতীদের উন্নয়ন, ছাগল পালন কর্মসুচি, ভিজিডি কর্মসূচি,এনজিও ফাউন্ডেশন এর সহায়তায় স্যানিটেশন ও আয়বর্ধন মূলক প্রকল্প বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর- কিশোরীদের উন্নয়ন ইত্যাদি বর্তমানে কেপিইউএস কামারখন্দ উপজেলায় প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগড়ি সাহায়তায় ইয়োগ মুভমেন্ট প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারা বাহিকতায় অদ্য ২৫/০১/২০২৪ তারিখে কামারখন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন এর কার্যালয়ে প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগড়ি সাহায়তায় কামারখন্দ পল্লী উন্নয়ন সংস্থার Y- Moves Project এর CSO coordination meeting সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা খাতুন,সংস্থার নির্বাহীপরিচালক জনাব মোঃ আশরাফল আলম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল হোসেন মন্ডল সহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং পকল্প অফিসার আব্দুর রহমান শাহিন ও সংস্থার কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। বক্তাগণ বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর- কিশোরীদের উন্নয়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Leave a Reply