উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের সন্ত্রাসী সজিব আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ র্যাব’র হাতে গ্রেফতার। নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল গ্রামের সন্ত্রাসী মোঃ সজিব শেখকে বৃহস্পতিবার র্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা জেলার তেরখাদা থানাধীন কাটেংগা বাজার-তেরখাদা মডেল নতুন বাসস্ট্যান্ডগামী রোডস্থ একটি গোডাউনের সামনে থেকে গ্রেফতার করে।
সজিবের কাছে থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান এবং (চার) রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধার করা হয়।তেরখাদা থানায় হস্তান্তর করা সহ অস্ত্র আইনে মামলা করা হয়।
Leave a Reply