এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ডায়মন্ড সিটি ইলেকট্রনিক্স ইন্ডাষ্টিজ এর জাতীয় বিপনন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা ১২টায় শহরের জলেশ্বলীতলা স্থানীয় একটি মোটেলে এই সভার আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের পরিচালক আবু বক্কর সিদ্দিক স্বাধীনের সভাপতিত্বে বিপনন সভায় মূখ্য আলোচক হিসেবে অংশ নেয় জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান।তিনি বলেন, এ কোম্পানীটি শুরু থেকেই ভালো মানের ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি করে দেশের প্রতিটি এলাকায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে।এর সুনাম গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এ প্রতিষ্ঠানে সম্পৃক্ত সকলের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়া সম্ভব। ভালো মানের পণ্যের বার্তা পৌঁছে দিতে পারলেই পিছনে ফিরে তাকাতে হবে না। এ দায়িত্ব আপনাদের সকলের।তিনি আরও বলেন, ভালো বিক্রি দ্বারা শুধু কোম্পানীই নয় এর সুফল ভোগ করবে সংশ্লিষ্ট সকলেই। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বেকারত্বা মোচন হবে। বেকারত্ব মোচনে এ প্রতিষ্ঠান অংশিদারীত্বে বিশেষ ভূমিকা রাখতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি জেনারেল ম্যানেজার মাতিনুজ্জামান, আমিনুল ইসলাম (এন এস এম), এ এইচ এম মাহফুজ ইউসুফ (এস এম), এরশাদ আলী, মিরাজুল ইসলাম, সুপার ডিপো জরুহুল ইসলাম খান (সজল) সহ প্রমুখ। জাতীয় বিপনন সভায় রাজশাহী, সিলেট, চট্রগ্রাম, রংপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।
Leave a Reply