নাসিমা সুলতানা রিতা,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত রোবার ৭ জানুয়ারী রাত ৯ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় ব্রীজ সংলগ্ন এলাকায় ৭/৮ জনের একটি গ্রুপ মো নয়ন (২৫)এর উপর অতর্কিত হামলা করে । ধারালো অস্ত্র দিয়ে নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন করে ফেলে।এরই প্রতিবাদে অপরাধীদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় এলাকাবাসীর আয়োজনে চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুলের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগ সভাপতি আল মামুনের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত অন্যান্যদের সহ চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুলের বক্তব্যের প্রথমেই নবনির্বাচিত মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে অভিনন্দন জানিয়ে বলেন ,ছেলেটি রাজমিস্ত্রীর কাজ করতো,স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় মারধর করে হাতের কব্জি কেটে নিয়েছে। দুষ্কৃতকারী,সন্ত্রাসী কোন দলের হতে পারে না, এই অপকর্মের সাথে যে যে জড়িত সে যে দলেরই হোক তাকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেন।
Leave a Reply