এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে (৯ই জানুয়ারি) গ্রামীন ব্যাংক সুখানপুকুর শাখায় ২টি মোটরসাইকেল এবং কয়েক হাজার নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে গ্রামীন ব্যাংক শাখায়। জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নে অবস্থিত গ্রামীন ব্যাংক শাখায় প্রতিদিনের ন্যায় অফিসের সকল কাজ শেষে ৮ই জানুয়ারি মঙ্গলবার রাতে ম্যানেজার ও মাঠকর্মীরা অফিসের ২য় তালায় ঘুমিয়ে পড়ে।
অফিসের পাশেই নতুরপাড়া গ্রামের নাইট গার্ড বুলু মিয়াও ঘুমিয়ে পড়লে অনুমানিক ভোর ৫.৩০মিনিটের দিকে ঘুম ভেঙ্গে গেলে সে দেখতে পায় তার রুমের দরজার বাহির থেকে হ্যাজবল লাগানো। তারপর সে ডাকাডাকি শুরু করলে ম্যানেজারসহ সকলের ঘুম ভেঙ্গে যায়। তারা নিচে এসে দেখতে পায় নাইট গার্ডের রুম বাহির থেকে হ্যাজবল লাগানো। তারা আরো দেখতে পায় জানালার গ্রিল কাটা ও অন্য পাশ্বের দরজায় ক্যাচিগেটে তালা লাগানো হ্যাজবলটি ভাঙ্গা। চোর গ্রিল কেটে ভিতরে ঢুকে মাঠকর্মীর ২টি ডিসকভার মোটর সাইকেল এবং ভিতরের ভল্ট হতে ১৭হাজার ৬শত ২৫ টাকা নগদ অর্থ নিয়ে চলে গেছে। এ ঘটনায় এলাকাবাসী জানায়, ম্যানেজারের অদক্ষতা ও অবহেলার কারনে ভিতরের ভল্টে কোন তালা দেওয়া হয়নি এবং জানালার ছিটকিনি না লাগানোর কারনে চুরির ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে গ্রামীন ব্যাংকের ম্যানেজার আব্দুল বাসেদ জানান, উর্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।ঘটনার স্হান পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী ও মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি তদন্ত সুকুর আলী,বিট অফিসার এসআই শফিক ও এএস আই মিথুন।সহকারী পুলিশ সুপার ( গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী ও থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply