নিজস্ব প্রতিনিধিঃ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর আওতায় কাজিপুর উপজেলার অসহায় দরিদ্র জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২য় পর্যায় ১৬ জনের মাঝে গরু (বকনা বাছুর) বিতরণ করেন উপজেলা মৎস্য অফিস। পর্যায়ক্রমে উপজেলার ৫০ জন জেলেকে এই সুবিধার আওতাভুক্ত করা হবে।আজ মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। তিনি বলেন, সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে জেলেরা উপকৃত হবেন। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে বিকল্প আয়ের লক্ষ্যে তাদের জন্য এই ব্যবস্থা।গরু পেয়ে জেলেরা খুবই খুশি। তাদের বাড়তি আয়ের পথ সৃষ্টি হওয়ায় তাদের মাঝে উচ্ছাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গরু বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিকল্প কর্মসংস্থান প্রকল্পের কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর রায় ও উপজেলা মৎস্য অফিস সহকারী ইসমাইল হোসেন প্রমূখ।
Leave a Reply