নাসিমা সুলতানা রিতা,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঢাক-ঢোল পিটিয়ে মুন্সিগঞ্জ-১ আসনের জণসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় জনতার ঢল নেমেছে।শনিবার ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার গরু হাট সংলগ্ন ময়দানে বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন এর সভাপতিত্বে বালুচর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো: যুবায়ের আলমের সঞ্চালনায় এ পথসভায় জনতার ঢল নেমেছে এমন চিত্রটাই দেখা গেছে।এর আগে মুন্সিগঞ্জ-১ আসনের জণসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবীর সকাল ৯টা থেকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট হয়ে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী,নয়াগাঁও গোডাউন বাজার,খিদিরপুর,লতব্দী, চর কমলাপুর,রামানন্দ, কংশপুরা,নতুন ভাষানচর,দোসরপাড়া,বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামে গণসংযোগ ও পথসভা করে পরে বালুচর বাজারে পথসভায় যোগ দেন।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মঈনুল হাসান নাহিদ,সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন,সহসভাপতি আব্দুল মান্নান কোম্পানি,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম বাবুল,কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সদস্য আশ্রাফ আলী,জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী,সাবেক সভাপতি খায়ের বেপারী, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ,মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর,উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক সদস্য আরিফ রসিদ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক।
Leave a Reply